বলিউড তারকা শাহরুখ খান দুবাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে নিজের জীবনের গভীরতম যন্ত্রণার কথা তুলে ধরেন। তার নামে নির্মিত একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনে অতিথি হয়ে হাজির হন তিনি। সেখানে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খান।
উদ্বোধনী আয়োজনে ফারাহর সঙ্গে আলাপচারিতার সময় শাহরুখ নিজের জীবনের কঠিন সময়ের কথায় ফিরে যান। তিনি বলেন, “খুব কম বয়সে বাবা-মাকে হারানোর পর মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন। আর আমাকে আর দেখতে পাবেন না।”— এই বেদনা তাকে আরও দৃঢ় করেছে, পরিশ্রমী করেছে, এবং সফল হওয়ার শক্তি দিয়েছে বলে জানান কিং খান।
শাহরুখ বলেন, “আল্লাহ আমাকে অপ্রত্যাশিতভাবে অনেক বড় কিছু দিয়েছেন। লন্ডনে DDLJ-এর জন্য আমার ব্রোঞ্জের মূর্তি আছে, জাতীয় পুরস্কার পেয়েছি। এখন দুবাইতে আমার নামে টাওয়ার—একসময় যা কল্পনার মধ্যেও ছিল না।”
তিনি আরও বলেন, “আমি কখনো ভাবিনি পৃথিবীতে এত আশ্চর্য মুহূর্ত আমার জন্য অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি, আমার বাবা-মা জান্নাত থেকে এসব দেখছেন। সেই বিশ্বাসই আমার জীবন বদলে দিয়েছে।”

