ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম—পদত্যাগ করতে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে। যদিও আজ মঙ্গলবার রাত পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি, তবে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়ে বিধিনিষেধ ঘোষণার পরপরই এই জল্পনা শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইসি আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণা করতে পারে।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্পষ্ট করে দেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা অন্য কোনো পদে থাকা অবস্থায় কেউ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি, প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও তাঁরা অংশ নিতে পারবেন না।
কমিশনারের এই বক্তব্যের পরপরই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের বিষয়টি সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে আসে। নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় গত মাসের শেষের দিক থেকেই তাঁদের তফসিল ঘোষণার আগে পদত্যাগের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল।
এই পরিস্থিতির মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের বিষয়বস্তু কর্মসূচিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও, উপদেষ্টার দপ্তর সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তিনি সমসাময়িক বিষয়—বিশেষ করে তাঁর নির্বাচনে অংশগ্রহণ এবং উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারেন।
নির্বাচন কমিশন আগামীকাল তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, আর তার আগের দিন উপদেষ্টার এই সংবাদ সম্মেলন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। সকলের নজর এখন বুধবারের সংবাদ সম্মেলনের দিকে, যেখানে আসিফ মাহমুদ হয়তো তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন।

