বলিউডের ইতিহাসে বক্স অফিসে ঝড় তোলা এবং দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়া সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ভক্তদের জন্য অবশেষে এল সুখবর। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই আইকনিক ছবির সিক্যুয়েল খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসার প্রস্তুতি চূড়ান্ত করেছেন।
দীর্ঘ ১৫ বছর পর ফিরলেও, সিক্যুয়েলে কাস্টিংয়ে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই মূল চরিত্রে দেখা যাবে:
আমির খান – র্যাঞ্চো (র্যাঞ্চোদ্দাস শ্যামলদাস চানচড়)
কারিনা কাপুর – পিয়া শাস্ত্রবুদ্ধি
শরমন যোশি – রাজু রস্তোগি
আর মাধবন – ফারহান
জানা গেছে, বর্তমানে সিক্যুয়েলের চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
প্রথম ছবির শেষে র্যাঞ্চো (আমির) ও পিয়ার (কারিনা) সাত পাকে বাঁধা পড়ার পর থেকে সিক্যুয়েলের গল্প শুরু হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও, এটি নিশ্চিত যে তিন বন্ধুকে নতুন এক অ্যাডভেঞ্চারের মুখোমুখি হতে দেখা যাবে। ছবিতে রাজকুমার হিরানির নিজস্ব স্টাইলের কৌতুকরসও বজায় থাকবে।
আসন্ন এই সিক্যুয়েলের কাজ দ্রুত শুরু করার জন্য পরিচালক রাজকুমার হিরানি তাঁর স্বপ্নের প্রকল্প দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও আপাতত স্থগিত রেখেছেন। জানা যায়, সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন বলেই সিক্যুয়েল নির্মাণে এতদিন বিলম্ব হয়েছে।
এই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৬ সালেই বড় পর্দায় ফিরতে চলেছে আমির-কারিনা, শরমন-মাধবনের এই জনপ্রিয় দলটি।

