এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনী যৌথ অভিযানে ইয়াবাসহ সালাউদ্দিন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
সোমবার (০৮ডিসেম্বর) রাতে সাতক্ষীরার আশশুনি উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীরের) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরার আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের গোপন তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আশাশুনি থানায় মামলা নং ০৫(১২)২৫ রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

