আতাউর রহমান কাওছার, বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ১ নেতা ও নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাবেক ছাত্রলীগ ১ নেতাকে গ্রেপ্তার করেছে বালাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ও নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা বিভাষ চক্রবর্তী রনি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, তাদের দুইজনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে।