লালমোহাম্মদ কিবরিয়া :
শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের। বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের লাইন বন্ধ না করে কাজ করতে গেলে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ আকরাম হোসেন ও মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে কৃষক আক্রাম হোসেন কৃষি শ্রমিক হানিফ উদ্দিনকে সাথে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে গেলে প্রথমে আক্রাম হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই উভয়ের মৃত্যুে ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
লাল মোঃ শাহজাহান কিবরিয়া
শেরপুর
১২ফেব্রুয়ারী ২৫ ইং