রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ব্যবসায়ীরা অবস্থান নেন।
বিক্ষোভের মূল দাবি ছিল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি প্রস্তাবিত নীতিমালা স্থগিত করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর হবে। এর মাধ্যমে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতায় আনা হবে এবং অবৈধভাবে আনা ফোন ব্যবহার করা যাবে না। এছাড়াও বৈধ পথে ফোন আমদানির শুল্ক কমানো এবং প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়টি ঘোষণা করা হয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, নতুন নিয়ম কার্যকর হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ কিছু গোষ্ঠী নতুন নিয়ম থেকে লাভবান হবে এবং বাড়তি করের চাপের কারণে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বৃদ্ধি পাবে।
বিক্ষোভের কারণে ভবনসংলগ্ন সড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। দুপুরে প্রধান সড়ক বন্ধ থাকায় জাতীয় আর্কাইভ ভবনের সামনের সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়। শ্যামলী, শিশু মেলা ও আগারগাঁওয়ের আশপাশের সড়কগুলোতেও যানজটের পরিস্থিতি বিরাজ করছে।

