বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন
বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটে রোটারী ক্লাবের উদ্দোগে বাগেরহাট কামিল মাদ্রাসার ৩শত শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরন করা হয়। এ সময় বাগেরহাট রোটারী ক্লাবের ডেপুটি গভর্নর রোটারিয়ান মোঃ হাফিজুল হক, রোটারিয়ান মহিবুল্লাহ মিন্ট বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ আব্দুল কালাম, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান আলতাফ হোসেন পিএইচএফ, জোন ট্রেনার রোটারিয়ান ডাঃ অরিন্দাম দেবনাথ এমপি এইচএফ, ক্লাব সভাপতি রোটারিয়ান এম,এ হাকিম, সহ-সভাপতি রোটারিয়ান শেখ আব্দুল্লাহ,
রোটারিয়ান জয়দেব ঘোষ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান শহীদুল হকসহ বাগেরহাট কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বাগেরহাট কামিল মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে পেয়ারা,আম, কদবেল, কাঠাঁল, আমলকিসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরন করা হয়।বাগেরহাট রোটারী ক্লাবের উদ্দোগে গত আগস্টে বর্জপাত রোধে তাল গাছের চারা রোপন করা হয়। আগামীতে সুপেয় পানির প্লান্ট প্রদান করা হবে জানান রোটারী ক্লাবের সদস্যবৃন্দ।