লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলন জনসমুদ্রে রূপ নেয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ঐতিহ্যবাহী রেলওয়ে ময়দানে আয়োজিত এ সম্মেলন কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ।
সম্মেলনের উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ ওয়ারেছ আলী মামুন,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,বিএনপির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
সম্মেলনে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা সংগঠনের ভবিষ্যৎ করণীয়, রাজনৈতিক আন্দোলন এবং দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
উৎসবমুখর এ সম্মেলন সরিষাবাড়ীতে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াস ভবিষ্যতে দলের কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।