শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালীতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার বাদ আছর নোয়াখালী সুপার মার্কেট জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান এই বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
এসময় নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজ উদ্দিন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ূম রিয়াজসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

