জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনার পদ্ধতিতে ‘সম্পূর্ণ অবহেলা’ দেখা গেছে। তার মতে, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।
রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে গুতেরেস বলেন, “বেসামরিক মানুষের মৃত্যু এবং গাজার ধ্বংসযজ্ঞে যে অবহেলা দেখানো হয়েছে, তা মৌলিকভাবে ভুল।” তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল হামাসকে ‘নির্মূল’ করার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।
মহাসচিব সতর্ক করেন, দখলদার সরকারের এই আগ্রাসন যুদ্ধাপরাধের সমতুল্য হতে পারে।
গত ১১ অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, অক্টোবর ২০২৩ থেকে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি, এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
এছাড়া আন্তর্জাতিক আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

