শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বালিয়াডাঙ্গীতে মসজিদের উন্নয়ন কাজে অর্থ অনুদান

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় একটি মসজিদের উন্নয়ন কাজের জন্য ২ লক্ষ ১০ হাজার টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বেলসারা জামে মসজিদে মসজিদ কমিটির হাতে এই অনুদান তুলে দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আল আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি বিশেষ বরাদ্দ থেকে এই অনুদান দেয়া হয়।
এসময় সরকারের উন্নয় তুলে ধরে আওয়ামী লীগ নেতা সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হলো জনগণের সরকার। তিনি ক্ষমতায় থাকলে কারও কোনো দুর্দশা থাকবে না। আমরা যত উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার জন্যই করতে পারছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ চেয়ারম্যানের মাধ্যমে যে সকল ভাতা আপনারা পান সবই শেখ হাসিনা দেন।
এখন দেয়ার পালা আপনাদের,তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো সকলে নৌকায় ভোট দেবেনে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই যে সুবিধা পাচ্ছেন তা আরো বেশি বাড়বে।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন চাবি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলী, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক শান্তি সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উন্নয়ন কাজে অর্থ অনুদান * ঠাকুরগাঁও * মসজিদ * মাজহারুল ইসলাম সুজন
সাম্প্রতিক সংবাদ