সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে ৮ সদস্যের সর্বসম্মতিক্রমে মমতাজকে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
মাদ্রাসার সুপার মাও. শহীদুল ইসলাম বলেন, “নব গঠিত কমিটির সভাপতির নেতৃত্বে আমরা মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি করতে কাজ করব। এলাকার মানুষের অংশগ্রহণে শিক্ষার মান আরও উন্নত হবে।
নব নির্বাচিত সভাপতি কাজী মমতাজ বলেন, “কমিটির সদস্যদের কৃতজ্ঞতা জানাই। শিক্ষার মান উন্নয়নে এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে আমি আমার সর্বশক্তি দিয়ে কাজ করবো।
উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, “সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেকশন সম্পন্ন হয়েছে এবং মমতাজকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কাজী মমতাজ দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাসহ সামাজিক কার্যক্রমে যুক্ত আছেন। তিনি জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক এবং শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

