একটি চলমান সিনেমার শুটিং চলাকালে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেতা আরিফিন শুভ—এমন তথ্য বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিনেতার বর্তমান শারীরিক অবস্থাও পুরোপুরি নিশ্চিত নয়।
মিডিয়ার খবরে বলা হচ্ছে, ঢাকার বাইরে গোপনে ‘মালিক’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন শুভ। কাজ চলাকালেই একটি অ্যাকশন দৃশ্যে এই দুর্ঘটনা ঘটে। দৃশ্য অনুযায়ী, তার শরীরের নিচের অংশ বরাবর সামান্য আগুন ছুঁয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু শুটিং শুরুর সঙ্গে সঙ্গে আগুনের শিখা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মুহূর্তের মধ্যেই অভিনেতার পায়ে আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে বলে জানা গেছে।
ইউনিট সূত্রে জানা যায়, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় তিনি একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। তখন দ্রুত অন্য সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। তবে এর মধ্যেই তার পা আংশিকভাবে দগ্ধ হয়।
দুর্ঘটনার পরপরই পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলে শুভ আত্মবিশ্বাস নিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে পুনরায় শুটিংয়ে অংশ নেন এবং ওই দিনের কাজ শেষ না করে সেট ছাড়তে রাজি হননি। শোনা যাচ্ছে, পায়ে ক্ষত থাকলেও তিনি এখনও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।
ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে। এতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ।

