চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়াকে লন্ডনের ব্রিজ হাসপাতালের জন্য নেওয়া হবে।
ঢাকায় পৌঁছানোর পর, জোবাইদা রহমান খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেবেন। বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে ১৪ জন চিকিৎসক যাত্রা করবেন।

