ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলি টানা দুই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে কোহলি দুর্দান্ত এক ইনিংস খেলেন এবং ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি অর্জন করেন। এটি চলমান সিরিজে তার পরপর দ্বিতীয় শতক।
এর আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন কোহলি। রায়পুরে তিনি ৯০ বল খেলে শতক স্পর্শ করেন। ওয়ানডে ক্যারিয়ারে কোহলি ১১ বার পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন, যা আন্তর্জাতিক ক্রিকেটে নজিরবিহীন।
ওয়ানডে ম্যাচে শচীন টেন্ডুলকারের চেয়ে চারটি সেঞ্চুরি বেশি নিয়ে কোহলি এখন এককভাবে সবার শীর্ষে। তার আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪টি সেঞ্চুরি রয়েছে—টেস্টে ৩০টি, ওয়ানডেতে ৫৩টি এবং টি-টোয়েন্টিতে একটি।
এর আগে ভিন্ন ভিন্ন ভেন্যুতে ৩৪টি ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে শচীন টেন্ডুলকার এককভাবে শীর্ষে ছিলেন। রায়পুরে টানা দ্বিতীয় সেঞ্চুরি করে কোহলি সেই রেকর্ডে শচীনের পাশে এসে দাঁড়ালেন।

