দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি বাস্তবে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার ১৮৭০টি প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা।
সকালে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়—শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষায় অংশ নিচ্ছে, শিক্ষকরা পরীক্ষা পরিচালনায় ব্যস্ত। যদিও আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে শাটডাউনের ঘোষণা ছিল, বাস্তবে অধিকাংশ বিদ্যালয়েই তা কার্যকর হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম শাজাহান সিদ্দিকী জানান, দিনাজপুরে সবকটি বিদ্যালয়ে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “পরীক্ষা বন্ধ রাখার কোনো কারণ নেই। আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি—যদি কেউ পরীক্ষা গ্রহণে অনাগ্রহ দেখায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে দু-একটি বিদ্যালয়ে কিছু শিক্ষক পরীক্ষার কাজে অংশ নিতে অনীহা দেখান এবং কোথাও কোথাও বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরীক্ষা স্বাভাবিকভাবে চলতে থাকে।
দিনাজপুরের প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

