ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের সেবাদানকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। দাবি দাওয়া পূরণের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির সুপারভাইজার পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) গণ। কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই উপস্থিত হন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্যরা এতে অংশ নেন।
ঝালকাঠি জেলার আহ্বায়ক মাতব্বর বিপ্রদাসের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়াধীন মাঠপর্যায়ের অন্তত ৩০ কর্মী।
এদের মধ্যে ছিলেন পরিদর্শক তালুকদার উজ্জ্বল, পরিদর্শিকা আক্তার খাদিজা ও শামসুন্নাহার, পরিবার কল্যাণ সহকারী সুমনা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সিফাত জাহান, মঞ্জিলা ও রাজিয়া প্রমুখ।
কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও নিয়োগবিধির বাস্তবায়ন হয়নি। এতে মাঠপর্যায়ের সেবাদান কার্যক্রমেও নানামুখী সংকট তৈরি হচ্ছে। দ্রুত ন্যায়সংগত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।
মানবসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে দায়িত্ব পালনকারী এসব কর্মীরা জানান, যথাযথ নিয়োগবিধি বাস্তবায়নই মাঠপর্যায়ে সেবার মান রক্ষার প্রধান শর্ত। তাদের দাবি মানার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

