লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগীতায় জেলেদের মাঝে সুতার জাল ও মাছ ধরার উপকরণ বিতরণ করা হয়েছে।
০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। এসময় ৫০ গ্রুপে প্রায় ২ শতাধিক জেলের মাঝে ইলিশ ধরার সুতার জাল ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, কিছু জেলে নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরে তারা বুঝতে পেরেছে কারেন্ট নিষিদ্ধ ও মাছের প্রজনন নষ্ট তাই তারা অফিসে এসে কারেন্ট জাল ফেরত দিয়ে সুতার জাল নিয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযানে যে সকল জেলের কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে তাদের আজকে সুতার জাল ও মাছ ধরার উপকরণ দেওয়া হয়েছে। জেলেদের বিভিন্ন নৌকার ৫০ গ্রুপে এসব উপকরণ বিতরণ করা হয়।

