দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারীচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮ টা দিকে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহ্তরা হলেন- মোর্শেদা বেগম (৩৫) ও আদুরী রানী (১৮)। দু’জন ইপিজেড কর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুর আমিন বলেন, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

