পাকিস্তান নারী অনূর্ধ্ব–১৯ দলকে ১০০ রানের নিচে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় জয় পাওয়া হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ মেয়েদের। কক্সবাজার একাডেমি মাঠে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৭৫ রানে। ফলে স্বাগতিকরা হেরে যায় ১৩ রানে এবং সিরিজে ০–১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান দল। নিয়মিত উইকেট হারিয়ে তারা বড় কোনো জুটি গড়তে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইমান নাসের—৪১ বল খেলে। দুই অঙ্কে পৌঁছাতে পারেন মাত্র দুইজন ব্যাটার—আরিসা আনসারি করেন ২২ রান (২৩ বল) এবং রাবাইল ফারহান যোগ করেন ১০ রান (১৮ বল)। তাদের বাইরে কেউই টিকতে পারেননি উইকেটে।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান জারিন তাসনিম। ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট দখল করেন তিনি। তাঁর সুনিপুণ বোলিংয়ের কারণে পাকিস্তান দল মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায়।
তবে বিপর্যয় ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ে। সহজ লক্ষ্য তাড়ায় নেমেই একের পর এক ব্যাটার ফিরে যেতে থাকেন সাজঘরে। মোট ১০ জন ব্যাটারের মধ্যে ৫ জনই শূন্য রানে আউট হন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন আরিত্রি নিরঞ্জনা মণ্ডল (৩৮ বল)। সাদিয়া আক্তার করেন ১৬ রান (২০ বল) এবং ববি খাতুন যোগ করেন ১৩ রান (১৮ বল)। এরপর আর কেউ দাঁড়াতে না পারায় নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
পাকিস্তানের পক্ষে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাহারা বানু, যিনি ৩ উইকেট শিকার করেন। এছাড়া রোজিনা আকরাম ও মেমুনা খালিদ নেন ২টি করে উইকেট।
উল্লেখ্য, ৩০ নভেম্বর বাংলাদেশে সিরিজ খেলতে আসে পাকিস্তান নারী অনূর্ধ্ব–১৯ দল। পাঁচ ম্যাচের এই টি–টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৭, ১০ ও ১২ ডিসেম্বর।

