রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (৩ ডিসেম্বর) বিকালে শ্যামনগর কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শ্যামনগরবাসীর সম্মিলিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন একই মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ প্রবীন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড.মোঃ মোঃ মনিরুজ্জামান ও শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ড.মোঃ মনিরুজ্জামান, জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোস্তফা আল মামুন মনির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, ইসলামী আন্দোলন পেীর শাখার সভাপতি হাফেজ মনিরুল ইসলাম সহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাপার স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলা বিএনপি সদস্য আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় আলোচনাসভা শেষে দোয়াও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক।

