নীলফামারী প্রতিনিধি.
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বুধবার (০৩ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের মুল স্রোতে টানতে হবে। তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভুমিকা রাখুক।
সভা শেষে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সেলাই মেশিন, হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ৯৬জনকে সেলাই মেশিন, ৯০জনকে হুইল চেয়ার, ২০জনকে ট্রাই সাইকেল ও ১’শ জনকে কম্বল প্রদান করা হচ্ছে।

