ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পূর্ব ফুলহার এলাকার আকনের হাটে এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজাপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
তিনি দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, খালেদা জিয়া দেশ ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তাঁর অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। সুস্থতা প্রত্যাশায় দেশব্যাপী দোয়া কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। দোয়া শেষে দেশনেত্রীর চিকিৎসা যেন আরও সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে—এমন প্রার্থনা করেন উপস্থিত নেতাকর্মীরা।

