উপজেলা প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় দুইটি গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে— জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রামীন মেলা,সরকারী বিভিন্ন দপ্তরের আনন্দমেলা সহ বিভিন্ন কর্মসূচি।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস জাতির ইতিহাসের গৌরবময় চেতনার প্রতীক। দিবসগুলো শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালনে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।
সভায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী,জাকের পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দায়িত্বশীলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

