সোহাদ হোসেন প্রান্ত, স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর আইন ও মানবাধিকার সম্পাদক, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী এবং বউ-জামাই চানাচুর কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম মুন্সী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সন্ধ্যায় এক শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, আলহাজ্ব আবুল কালাম মুন্সী ছিলেন দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ ও দানবীর ব্যক্তি। বহু কল্যাণমূলক কাজে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলন এক গুণগ্রাহীকে হারালো।
নেতৃদ্বয় আরও জানান, তিনি নারায়ণগঞ্জের সুপরিচিত বউ-জামাই চানাচুর কোম্পানীর মালিক ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তারা বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে সবর দান করুন।

