সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
দীর্ঘ দুই মাসের শূন্যতা শেষে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নতুন প্রশাসনিক নেতৃত্ব পাচ্ছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) উপপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মাহনাজ হোসেন ফারিবা খুব শীঘ্রিই রাজনগরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন-সংশ্লিষ্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
রাজনগর উপজেলা প্রশাসনে নেতৃত্বের অভাব তৈরি হওয়ায় উন্নয়ন প্রকল্প,জনসেবা ও মাঠপর্যায়ের কার্যক্রমে যে শ্লথগতি দেখা দিয়েছিল,ফারিবার আগমনকে কেন্দ্র করে সেই স্থবিরতা কাটবে বলে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
জনাবা ফারিবা শুধু প্রশাসনের ভেতরেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিত একটি নাম।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অব মেডিসিন থেকে স্নাতক ডিগ্রি ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে এমএসসি আন্তর্জাতিক সংগঠন WAGGGS-এর এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কমিটির সদস্য।
শিক্ষা,পেশাগত দক্ষতা এবং নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি প্রশাসনের ভেতরে এক উদ্যমী ও উন্নয়নমূলক ভাবনার কর্মকর্তার পরিচয়ে ইতোমধ্যেই পরিচিত।
রাজনগরজুড়ে এ প্রত্যাশা পরিষ্কার-তাঁর গতিশীল নেতৃত্বে দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে নতুন গতি ফিরে আসবে উন্নয়ন ও জনসেবায়।
উল্লেখ্য,আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার একযোগে দেশের ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ৮ উপজেলায়ও নতুন কর্মকর্তারা দায়িত্ব পাচ্ছেন। কিন্তু পুরো রদবদলের মধ্যেই সবচেয়ে চোখে পড়েছে মৌলভীবাজারের রাজনগরে ফারিবার নিয়োগ-দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এটি এলাকাবাসীর স্বস্তির কারণ হয়েছে।
সিলেট জেলা: দক্ষিণ সুরমায় এস. এম. অনিক চৌধুরী,বিয়ানীবাজারে উম্মে হাবিবা মজুমদার, ওসমানীনগরে মুনমুন নাহার আশা,গোলাপগঞ্জে শাখী ছেপ।
সুনামগঞ্জ: ছাতকে ডিপ্লোমেসি চাকমা,শান্তিগঞ্জে মোহাম্মদ শাহজাহান। মৌলভীবাজার: রাজনগরে জনাবা মাহনাজ হোসেন ফারিবা। হবিগঞ্জ: বাহুবলে লিটন চন্দ্র দে।
রাজনগর ও মৌলভীবাজারের জন্য এটি শুধুই একটি পদায়ন নয়,এটি একটি নতুন সূচনা। ফারিবার আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা ও আধুনিক প্রশাসনিক দৃষ্টিভঙ্গি রাজনগরের উন্নয়নকে নতুন ধারা দেবে-এমনটিই মনে করছেন স্থানীয়রা।

