সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার, হত্যাকাণ্ড, সন্ত্রাস ও জঙ্গি দমন, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা নৃশংস অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে র্যাব সদস্যরা প্রতিনিয়ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২ (মৌলভীবাজার) ও সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি যৌথ দল বুধবার (০২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার মামলা নং ১০,তারিখ ৩১/১০/২০২৪; ধারা ৩৯৫ পেনাল কোড ১৮৬০–এর ওয়ারেন্টভুক্ত ডাকাতদলের প্রধান মো. হাবিবুর রহমান পাগলাকে (৩৭) গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গোলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।
র্যাব জানায়,গ্রেফতার হাবিবুর রহমান জেলার বিভিন্ন থানার মোট চারটি মামলারও অভিযুক্ত।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান থাকবে।

