দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।
সোনার নতুন মূল্য (প্রতি ভরি):মানহ্রাসকৃত মূল্য (টাকা)পূর্বের দামের চেয়ে পরিবর্তন২২ ক্যারেট (১ ভরি)২ লাখ ১১ হাজার ৯৫ টাকাকমেছে ১,০৫০ টাকা।
মূল্য হ্রাসের কারণ:বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
গত কয়েক মাস ধরে দেশের বাজারে সোনার দামের মধ্যে উত্থান-পতন লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ গত ১৭ অক্টোবর সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় পৌঁছেছিল, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ মূল্য।

