আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। সিরিজের ফলাফল বর্তমানে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য এক প্রকার অলিখিত ফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করে তোলার শেষ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে এই সিরিজকে।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন:
শরীফুল ইসলাম
শামীম পাটোয়ারি
রিশাদ হোসেন
সিরিজ জেতার লক্ষ্যে আয়ারল্যান্ডও তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। সফরকারীদের দল থেকে বাদ পড়েছেন বেন কালিৎজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল। তাদের জায়গায় এসেছেন:
কার্টিস ক্যাম্ফার
ক্রেইগ ইয়াং
বেন হোয়াইট
বাংলাদেশ দল (অধিনায়ক: লিটন কুমার দাস):
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড দল (অধিনায়ক: পল স্টারলিং):
পল স্টারলিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট।

