ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগিয়ের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের নির্দেশে সোমবার (১ লা ডিসেম্বর) চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্য কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পদার্থ বিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার মোহাম্মদ মশতাকিম মজুমদারকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে। এতে গতকাল রোববার ভুক্তভোগী শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ও উপাচার্যের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেন।
জানা গেছে, তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোাস্তাকিম মিয়া এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন।
আফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের (১১তম ব্যাচ) শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের আবেদনের প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সিনিয়র কর্তৃক মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে, ঘটনার সত্যতা যাচাইপূর্বক দোষী ও দায়ী শিক্ষার্থীদের অপরাধের মাত্রানুযায়ী শান্তির সুপারিশ করতে এবং এমন অনভিপ্রেত ঘটনা ভবিষ্যতে না ঘটার মর্মে করণীয়ের সুপারিশ প্রদানের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজ। তারা পদার্থবিজ্ঞান বিভাগের ১০ তম ব্যাচের শিক্ষার্থী।

