পাকিস্তানি মুফতি আবদুল কাভি এবার সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। এর আগেও তিনি বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে এসেছেন।
‘বলিউড লাইভ’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মুফতি আবদুল কাভি দাবি করেন যে, অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হলে স্বয়ং ঐশ্বরিয়া রাই তাঁর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন।
মুফতি কাভি বলেন,
“তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এ রকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বিতর্কিত এই মুফতি আরও জানান, যদি তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করেন, তবে তিনি তাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তাঁর নাম পরিবর্তন করে রাখবেন ‘আয়েশা রাই’।
তিনি বলেন:
“ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ওর নাম পরিবর্তন করে আয়েশা রাই রাখব। তার পরেই বিয়ে করব। তার মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।”
মুফতি আবদুল কাভির এই মন্তব্যের জেরে বলিউড থেকে পাকিস্তান পর্যন্ত সব জায়গায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে ঐশ্বরিয়া রাই বা অভিষেক বচ্চনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

