সাঘাটা,ফুলছড়ি সংবাদদাতাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক সংকটের কারণে সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চরাঞ্চলসহ দূর-দূরান্তের গরীব রোগিরা চিকিৎসা সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন। ৩১ থেকে ৫০ শয্যায় উন্নতি হলেও বাড়েনি চিকিৎসা সেবা। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও রয়েছে ৫ জন এমবিবিএস ও ২ জন কনসালটেন্ট । ফলে জনসাধরণের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
উপজেলার ১০ টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবায় প্রধান ভরসা সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবে জনসাধারণ কাঙ্খিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। টেকনিশিয়ানের অভাবে নতুন এক্স-রে মেশিন প্যাকেটে মোড়ানো অবস্থায় আছে। চিকিৎসক সংকটে হাসপাতালে হচ্ছে না যে কোন অপারেশন। জনসাধারণকে ছুটতে হচ্ছে শহরের প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গুলোতে।
বড় কিছু হলেই যেতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজ অথবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, চিকিৎসক না থাকা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না হওয়াসহ নানা কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রাইভেটে চিকিৎসা নিতে বাড়তি খরচ হচ্ছে। যা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।
মোঃ মোস্তাফিজুর রহমান
সাঘাটা ফুলছড়ি সংবাদদাতা গাইবান্ধা।