শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম   চলছে চলবে। বিএনপির এই আন্দোলনে হয় এসপার নয় ওসপার। হয় এই সরকার ক্ষমতায় থাকবে, না হলে আমরা থাকবো না।
রবিবার দুপুরের শহরের নতুনহাট সরদারপাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এতোদিন সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার গঠন করার দাবি জানানো হয়েছে। জনগণ জেগে উঠেছে; ওদের পরাজিত করতে এক দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলা ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন্দোলন সংগ্রাম * তত্ত্বাবধায়ক সরকার * বিএনপি
সাম্প্রতিক সংবাদ