ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির জোরালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ সীমান্ত থেকে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকট বিএসএফ সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে মুখ করে সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি নজরে আসার পর বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিএসএফের ১৬২ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঝাকুয়াটারী জোড়া মসজিদের নিকট বাংলাদেশ অংশে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে অবস্থিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে, বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিয়ে কড়া আপত্তি জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরাটি অপসারণের দাবি জানান। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ ক্যামেরা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়।
এছাড়া, বৈঠকে শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা অপসারণ, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ না করা এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
বিজিবির দৃঢ় অবস্থানের কারণে সীমান্তে কোনো ধরনের একতরফা স্থাপনা নির্মাণ ও নজরদারির প্রচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে। উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিহত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোঃ মেছবাহুল আলম