স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারাদেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর পক্ষে মিজানুর রহমান সোহেল একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি নিশ্চিতকরণ এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ব্যবসায়ীরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
কর্মসূচির অংশ হিসেবে, রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এমবিসিবি মনে করছে, বিদ্যমান নীতিমালা ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী এবং এই কারণে তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।

