বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।
মাহাদী আমীন জানান, খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে সর্বাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার মাধ্যমে তাকে লন্ডনে নেওয়া হবে।
তিনি আরও বলেন, নেত্রীর শারীরিক অবস্থার উন্নতি দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সম্ভব, এবং আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন ও নেতৃত্ব দেবেন।

