কাজী মফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো: বাবুল মিয়া প্রকাশ পিচ্ছি বাবুল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই কারবারি হলো উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের মৃত মুর্শেদ আলমের ছেলে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যে কোনমূল্যে মাদকসহ অপরাধ নির্মূল করা হবে।

