সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং আরোগ্য কামনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায়।
শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁওয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
খালেদা জিয়ার জন্য দোয়া ও উদ্বেগ
সভার শুরুতে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের পরিচালনায় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার নির্দেশ: এর আগে, শুক্রবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এ সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
রাষ্ট্রপতির উদ্বেগ: এদিকে, আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনও হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন এবং তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গণঅভ্যুত্থানে বন্দী মুক্তির বিষয়ে অবহিতকরণ
সভায় প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করেন। তিনি জানান, আরব আমিরাতে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জন ব্যক্তিকে অচিরেই মুক্তি দেওয়া হবে। তারা দুই-তিন দিনের মধ্যেই দেশে ফিরবেন।
খালেদা জিয়ার স্বাস্থ্যগত প্রেক্ষাপট
প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
মুক্তি: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পূর্ণ মুক্তি পান।
চিকিৎসা: তিনি উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন পর গত ৬ মে দেশে ফেরেন। সবশেষ গত রোববার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

