সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার থেকে: ব্যক্তিগত ও সংগঠনের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বিডিএসএস) মৌলভীবাজার জেলা শাখার মুখ্য সংগঠকসহ অন্তত ১২ জন শিক্ষার্থী কেন্দ্রীয় শাখায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তারা জানিয়েছেন,দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরও সংগঠনের কর্মকাণ্ড ব্যক্তিকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে উঠেছে।
মৌলভীবাজার জেলা শাখার মুখ্য সংগঠক মাসনুন আল আমীন তার পদত্যাগপত্রে লিখেছেন, “দীর্ঘকাল গর্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, যোগ্য ও নিবেদিত সদস্যরা সুযোগ পাচ্ছেন না। অভ্যন্তরীণ অনিয়ম, আদর্শচ্যুতি ও স্বচ্ছতার অভাব আমাকে হতাশ করেছে। তাই আমি সকল দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
অন্যদিকে যুগ্ম আহ্বায়ক রায়হান খানও তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন,“ব্যক্তিগত পেশাগত ও শিক্ষাগত ব্যস্ততার কারণে সংগঠনের কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। সংগঠনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব না ফেলতে পদত্যাগ করেছি।
মৌলভীবাজার জেলা শাখার আরও কিছু সংগঠক ও সদস্যও একই কারণে পদত্যাগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির নেতারা জানান, পদত্যাগের অন্যতম কারণ ছিল আহ্বায়কের ঔদ্ধত্য, গ্রুপিং এবং অতিরিক্ত আনুগত্যের চাপ।
গত জুলাই মাসে ফাহিম আহমদ জনিকে আহ্বায়ক ও জাবেদ রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। তবে বর্তমানে কেন্দ্রীয় ছাত্র সংসদ এই সংগঠনের নাম পরিবর্তন করে ‘ছাত্রশক্তি’ হিসেবে নতুন কমিটি গঠন করেছে। মৌলভীবাজারে এখনও ছাত্রশক্তির কমিটি গঠন হয়নি। জেলা শাখার পদত্যাগকারীরা এখন কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন।
কেন্দ্রীয় কমিটির সদস্য জাবেদ রহমান পদত্যাগ প্রসঙ্গে বলেন,“একাংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে পদত্যাগ করছেন। জেলা কমিটির একজন সদস্য কেন্দ্রীয় সভাপতির কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দিতে পারেন না। আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ফাহিম আহমদ জনির সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও ফোনে তিনি কথা বলেননি।

