মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টারঃ
ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার ভাতগাঁও গ্রামের আ: সোবহানের ছেলে মো: রইসুল ইসলাম (৩৯), একই থানার কচুবাড়ি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মো: আব্দুল গফুর, চিলারং গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো: উপারুল (৪৭) ও গোবিন্দনগর এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে মো: সোহেল রানা (৩০) কে গ্রেফতার করে। অপরদিকে পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে গুয়াগাঁও গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো: আ: সামাদ (৫০), পীরগঞ্জ উপজেলার জগথা (কুলিপাড়া) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো: শাহিন (৪১) ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার দক্ষিণ সেনিহারী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো: ওসমান গনি (৪৫) কে গ্রেফতার করে।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান, পুলিশ সুপার।