ঝিনাইদহে এক গৃহবধূককে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি গ্রামের নজরুল ইসলামের সাথে সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার সকালে নজরুল ইসলামের সমর্থক নাজমুল বিশ্বাসের স্ত্রী হাসনা আরা ও চাচাতো ভাইয়ের বউ আখি খাতুন গ্রামের রাস্তায় হাটতে যায়। পথে হাজামবাড়ি মসজিদ এলাকায় গেলে সিরাজুল বিশ্বাসের বেশ কয়েকজন
সমর্থকওই দুই গৃহবধূর পথরোধ করে।
সে সময় আখি খাতুন দৌড়ে পালিয়ে যেতে পারলেও হাসনা আরাকে বেধড়ক মারপিট করে। হামলাকারীরা গৃহবধুকে মারধর করে জামা কাপড় ছিড়ে ফেলে। সেসময় গলার চেইন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে সেখান থেকে তাকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

