মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটুক্তি করায় কুখ্যাত ভন্ড আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবীতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহদী জনতা। এতে সভাপতিত্ব করেন মুফতি সোলাইমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম মানিকগঞ্জ সদর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান মাহমুদ।
আরো বক্তব্য রাখেন, হযরত মাওলানা আলী আকবর, মাওলানা ইউসুফ আহমাদ, মুফতি মনিরুজ্জামান, মুহা. মুস্তফা সরদার, মুফতি মুজাফফর হোসেন, মামুনুর রশীদ, আব্দুল্লাহ ফারুকী, মাসউদুর রহমান, মাও. সিরাজুল ইসলাম আমজাদ হোসেন ও হেফাজত কর্মী মাও আ. রউফ প্রমূখ।
এ মানববন্ধনে বক্তরা বলেন,“স্বাধীনতার ব্যানারে ইসলামকে কটুক্তি করে রাসুলকে কটুক্তি করে আল্লাহুকে কটুক্তি করে এই দেশে বসবাস করলে এটা কি স্বাধীনতা হলো নাকি স্বাধীনতা লংঘন হলো”? বাউল নামের দুষ্কৃতিরা সাধারণ জনগন ও আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে হবে।
মিডিয়ার মাধ্যমে খোদা দ্রহী নাস্তিক বাউল স¤প্রদায়, আবুল সরকারসহ সকলের বক্তব্য প্রচার পক্ষে-করা বন্ধ করতে হবে। আল্লাহ রাসুল (সাঃ) ও ইসলাম নিয়ে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ শাস্তি মৃত্যুদÐ এর বিধান জারি
করতে হবে।
