মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র সংসদ (জকসু) নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত তারিখেই অনুষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছাত্র অধিকার পরিষদের নেতারা নির্বাচন কমিশনে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি -এটিএম রাকিব
সাধারণ সম্পাদক-রায়হান হাসান রাব্বি ,সহ-সভাপতি-মনিরুজ্জামান মনির,সাংগঠনিক সম্পাদক-অপু মুন্সী,ক্রীড়া সম্পাদক-আসিফ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে পূর্ব নির্ধারিত সময়েই জকসু নির্বাচনের আয়োজন করবে।

