তারিখ : ১১ ফেব্রæয়ারী ২০২৫ইং।
আগৈলঝাড়ায় আইন শৃংখলা কমিটি ও ২১ ফেব্রুয়ারি প্রস্তুতি সভা (ছবি:আগৈলঝাড়ায় আইন শৃংখলা কমিটি সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন)। আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি\ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা আইন শৃ্খংলা কমিটির ও ২১ ফেব্রুয়ারি প্রস্তুতি সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন-এর সভাপতিত্বে আইন শৃ্খংলা কমিটির ও ২১ ফেব্রুয়ারি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খুন ৩টি,ধর্ষণ ১টি, ডাকাতি ৩টি, মাদক মামলা ৫৫টি, পর্নোগ্রাফি ১টি, নারী ওশিশু নির্যাতন ১১টি, আইন শৃ্খংলা ফেব্রুয়ারি অপরাধ ৫০টি। এখন আগৈলঝাড়ার আইন শৃ্খংলা পরিস্থিতি সাভাবিক রয়েছে। মাধকের উপরে অভিজান অব্যাহত রয়েছে। প্রতিদিন রাত-দিন পুলিশের টহল চলমান রয়েছে। সভায় উস্থিত বক্তারা বলেন, গৌরনদী-আগৈলঝাড়া-পয়সার হাট সড়কের আগৈলঝাড়া পূর্বসিমানা থেকে ও পশ্চিম পয়সা পর্যন্ত সড়কের উপরে গোবড়, পাতা ও লাকড়ী শুকাতে দেখাযায় এতে সড়ক দূরঘটনা বাড়ছে। রাস্তায় যাতে এগুলো মুকাতে না পারে তার ব্যাবস্থা নেয়ার জন্য।
স্কুল চলাকালীন বঘাটে ছেলেদের উৎপাত এবং ইভটিজিং রোধে প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক সমাবেস করা। এছাড়া যারযার অবস্থান থেকে কাজ করার। প্রশাসন একা কিছু করা সম্ভবনা, তাই আমাদের সকলার সহযোগিতা করতে হবে প্রশাসনকে। এসময় সভায় বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো,মাহাবুবুর রহমান, উপজেলা সমজাসেবা অফিসার সুশান্ত বালা, বাকাল ইউনিয় পরিষদ চেয়াম্যান বিপুল দাস, গৈল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সফিকুর ইসলাম, সাংবাদিক এসএম ওমর আলী সানি, সাংবাদিক এইচএম মাসুম, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশিদ প্রমূখ।
সাকিব খান
আগৈলঝাড়া প্রতিনিধি