শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পিবিআইর এসআইসহ ৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের পিবিআইর এসআইসহ ৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামের কাউছার আহমেদ (৩৫) নামে এক এ্যাম্বুলেন্স চালককে হত্যা মামলায় ফাসিয়ে দেয়ার জন্য গ্রেফতার করে নির্যাতন করার প্রতিবাদে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায় যে, ১০ ই অক্টোবর সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন কাউছার আহমেদ এর ভাই কামরান আহমেদ। বিজ্ঞ বিচারক মামলার জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেয়া হবে বলে জানান। মামলার বাদীপক্ষের আইনজীবী ও দুদুকের প্রসিকিউটর এডভোকেট সামছুল হক জানান, বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামের সুজিত দাস হত্যা মামলায় ফাসানোর জন্য গত ৪ অক্টোবর এ্যাম্বুলেন্স চালক কাউছারকে গ্রেফতার করেন পিবিআইর এসআই বাপ্পি বহ্ণি ও তার সহযোগীরা।
পরে কাউছারকে তারা ব্যাপক মারপিট করে জবানবন্দি প্রদান করার জন্য  নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে ২০১৩ এর ১৫(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন হবিগঞ্জ পিবিআইর এসআই বাপ্পি বহ্নি, এএসআই তারেকুর রহমান, কনস্টেবল শামীম মিয়া, কনস্টেবল ড্রাইভার ইসমাইল হোসেন ও জাকির হোসাইন। তিনি আরও জানান, বিজ্ঞ বিচারক জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে আদালতে ঘোষণা দিয়েছেন। হবিগঞ্জের পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পিবিআই * হত্যা মামলা * হবিগঞ্জ
সাম্প্রতিক সংবাদ