প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, কড়াইল বস্তিতে কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেই, চলমান কোনো প্রকল্পও নেই এবং সবুজ পাতায়ও কোনও প্রস্তাবনা নেই। বুধবার তিনি এ তথ্য নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন।
তিনি জানান, কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণ সংক্রান্ত অনভিপ্রেত প্রস্তাব নজরে এসেছে। সরকার এই প্রস্তাবনা গ্রহণ করেনি। বস্তির প্রায় ৪৩ একর জায়গা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের, কিন্তু তারা কখনোই জায়গাটি দখল করেনি।
তিনি আরও বলেন, আগারগাঁও ও পূর্বাচল এলাকায় নতুন সফটওয়্যার পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। “সফটওয়্যার কোম্পানিগুলোকে অফিস স্পেস তৈরি করে দিলে তারা আইটি খাতে এক্সপোর্ট বাড়াতে ভূমিকা রাখবেন। কিন্তু কড়াইল বস্তিতে কোনো স্থাপনা তৈরির পরিকল্পনা নেই,” ফয়েজ আহমদ তৈয়্যব বলেন।
সরকারের সঙ্গে সম্পর্কহীন এবং বিভ্রান্তিকর বক্তব্য প্রদানে বেসরকারি উদ্যোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।







