দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদের হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে ২৬ নভেম্বর (মঙ্গলবার) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও লাভজনক করে তোলার বার্তা নিয়ে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও প্রদর্শনী।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এই কর্মসূচির বাস্তবায়ন করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বক্তব্য
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন বলেন, এই স্লোগানটি আমাদের উন্নয়ন দর্শন ও বাস্তবমুখী কৌশলের প্রতিফলন। তিনি দেশীয় প্রাণিসম্পদ জাত সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের দেশীয় জাতগুলো জলবায়ু, খাদ্যাভ্যাস ও স্থানীয় পরিবেশের সঙ্গে অত্যন্ত উপযোগী। এর পাশাপাশি ডিজিটাল খামার ব্যবস্থাপনা, প্রজনন প্রযুক্তি, উন্নত খাদ্য প্রযুক্তি ও স্মার্ট বাজার সংযোগের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার আমাদের এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

ডাঃ শারমিন দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশীয় জাতের শক্তি এবং আধুনিক প্রযুক্তির সুবিধা একত্রিত করতে পারলেই খামারিদের উৎপাদন ব্যয় কমানো এবং টেকসই মাংস, দুধ ও ডিম উৎপাদন নিশ্চিত করা সম্ভব।
তিনি প্রধান অতিথি ইউএনও ফয়সাল আহমেদের দৃষ্টি আকর্ষণ করে নীতিগত সহায়তা, গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনওর আহ্বান ও প্রদর্শনীর লক্ষ্য
প্রধান অতিথি ইউএনও ফয়সাল আহমেদ তাঁর বক্তব্যে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি বাস্তবায়ন করতে প্রাণিসম্পদ বিভাগসহ সকল প্রান্তিক কৃষকদের এগিয়ে আসার বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, এই খাতের উন্নতি হলেই কৃষিভিত্তিক অর্থনীতি একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হবে।
খামারিদের উদ্দেশ্যে ডাঃ শারমিন বলেন, খামারীরাই এই খাতের প্রাণ। তাঁদের নিরলস শ্রম দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে। এবারের প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্যগুলো হলো—দেশীয় জাতের সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি।
সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে উপজেলা পরিষদ চত্বরের প্রতিটি স্টলে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সকল উদ্ভাবনী পণ্য, সেবা ও প্রযুক্তি প্রদর্শন করা হয়।
বিশেষ তথ্য: উল্লেখ্য, একই দিনে উপজেলা পরিষদ চত্বরে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা এবং বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পুলি উৎসব ২০২৫ এরও আয়োজন করা হয়।
ডাঃ শারমিন পরিশেষে প্রাণিসম্পদ খাতে পরিবর্তন, সমস্যা ও সম্ভাবনাকে জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সাংবাদিকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।







