গত ১০ই ফেব্রুয়ারি গঠিত হওয়া ৪৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে নেয়ামুর রহমান সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে হিমাদ্রী পাল হিমু নির্বাচিত হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন :- সহ-সভাপতি (আউটডোর) – আর্য চক্রবর্তী, সহ-সভাপতি (অ্যাডমিন) – কানিজ ফাতেমা, সহ-সভাপতি (ইনডোর) – ফাহিম মুনতাসির, সহ-সাধারণ সম্পাদক – কাজী ওয়াজিউল্লাহ ইকরা, আসিফুজ্জামান খান লোহানি ও রুবায়েত হোসাইন জয়, কোষাধক্ষ্য – কাজী ইকরাম, সহকারী কোষাধক্ষ – রাকিবুল হাসান রাব্বি ও মোঃ শোয়েব, যুগ্ম সম্পাদক – মোঃ নুরুল হুদা, রাসেল আহমেদ, নাহিদ হাসান সূর্য ও মোঃ সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক – খন্দকার তাহমিদ আলম, মোঃ রাহাদ আলী সরকার ও মোঃ নাহিদ সাদাত, যোগাযোগ বিষয়ক সম্পাদক – আব্দুল মালেক, শেখ ওহী কবির ও মাহমুদুল হাসান, সেফটি এন্ড সিকিউরিটি বিষয় সম্পাদক – সাব্বির খন্দকার সিফাত ও মিনহাজ উল তন্ময়, পরিবহন বিষয়ক সম্পাদক – ওসামা বিন ফরিদ ঔ মুহাইমিনুল ইসলাম এবং আইটি সম্পাদক – মোঃ নাহিদুল হাসান ও আতিকুল ইসলাম।
এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট উপনির্বাহী কমিটিতে আছেন সহ-সাংগঠনিক সম্পাদক – হালিমা আক্তার মিম, মোঃ শাফিউল ইসলাম, সাদমান শাকিব সৌমিক, নওরোজ হাবিব চপল, কাজি ফারজানা আতিকা, নাহিয়ান শাকিব চৌধুরী, জান্নাত রেজওয়ানা, মোঃ আজমল চৌধুরী, মোঃ রিয়াজুল ইসলাম ও ইয়াফি ইবনে জামান, স্বেচ্ছাসেবক কো-অর্ডিনেটর – মোঃ বিল্লাল মোল্লা, রাজিব শাহরিয়ার রাফি, বিপ্লব হোসেন, মোঃ মুনতাকিম মাহিন, জাকিয়া খাতুন, শাহরিয়ার হোসেন সিয়াম ও রাফিউল্লাহ ভূঁইয়া, জুনিয়র এক্সিকিউটিভ – মায়েশা সিদ্দিকা, মোঃ রায়হান উদ্দিন, মোঃ বায়েজিদ আনাম ও শাকিল রানা।
ক্রীড়া শুধু প্রতিযোগিতা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, ও ঐক্যের প্রতীক উল্লেখ করে নবনির্বাচিত সভাপতি নেয়ামুর রহমান সৌরভ বলেন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা।আমি প্রতিশ্রুতিবদ্ধ, ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশে সম্ভাবনার দুয়ার খুলতে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে”।
এছাড়াও নবগঠিত কার্যনির্বাহীর সাধারণ সম্পাদক হিমাদ্রী পাল হিমু বলেন, “বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের বিষয় এবং একই সাথে তা একটি বিশাল দায়িত্ব ও সম্মান বহন করে। আমি চাই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের ক্লাব আরও সুশৃঙ্খল ও উদ্যমী হয়ে উঠুক, যেখানে প্রত্যেক শিক্ষার্থী খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে। আমি আশা করি, সবার সহযোগিতায় আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করব”।