মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণীসম্পদ চত্বরে সারা দেশের ন্যায় বুধবার সকাল ১০টায় সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য রেলী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুসফিকুর রহমান, প্রাণী সম্পদ দপ্তরের সাবেক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলজার হোসেন, সাবেক উপ পরিচালক ডা. আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন , উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহিদ আল হাসান , সায়নো এগ্রোভেট এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আব্দুল কুদ্দুস প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন । এ মেলায় উপজেলার বিভিন্ন খামারিরা তাদের উৎপাদিত পণ্য ঘি, মাঠা , লাবান, চিজ দই, গো খাদ্য, ঘাসের কাটিং, সাইলেস ও খামার থেকে উন্নত জাতের গাভী,বিড়াল, পাখি সহ বিভিন্ন কোম্পানির পণ্য মেলায় স্টল দিয়ে প্রদর্শন করেন। মেলায় আকর্ষনীয় ছিল প্রতিদিন ৪৭ লিটার দুধের গাভী ও খামারীরের উৎপাদিত ঘি। উপস্থাপনায় ছিলেন উপজেলা এক্সটেনশন অফিসার ডাঃ সোনালী খাতুন।

